নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলায় বজ্রপাতে শামীম(৪০) নামে একজন নিহত হয়েছে। আহত হয়েছে ৩ জন । গতকাল সোমবার দুপুরে উপজেলার সনমান্দি ইউনিয়নের মশুরাকান্দা গ্রামের ফসলী জমিতে কৃষিকাজ করতে গেলে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, (১২ জুন) সোমবার দুপুরে উপজেলার সনমান্দি ইউনিয়নের মশুরাকান্দা চকের ফসলী জমিতে কাজ করার সময় হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়। এ সময় নিহত শামীমসহ অন্যান্যরা কৃষকরা চকের মাঝখানে অবস্থিত পানির সেচ ঘরে আশ্রয় নেন। হঠাৎ ওই ঘরের উপর বজ্রপাত হলে শামীম(৪০) ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত হন মোক্তার, কামাল, জয়নাল ও নূরা। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।