সোনারগাঁয়ের খবর

সোনারগাঁয়ে কাঁচপুর স্কয়ার নীট কম্পোজিটে আগুনটে আগুন

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ স্টেশনের পাশে অবস্থিত স্কয়ার নীট কম্পোজিট লিমিটেড নামে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। বুধবার (৫ জানুয়ারি) রাত ৯টা ২০ মিনিটের দিকে এ আগুন লাগে।আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৮ টি ইউনিট।

ফায়ার সার্ভিস অধিদফতরের পরিদর্শক (মিডিয়া) শাহজাহান সিকদার এ তথ্য জানিয়েছেন।

 

তিনি জানান,কাঁচপুরে স্কয়ার নীট কম্পোজিটের ১৪ তলা ভবনের ৩ তলায় আগুন লাগে। রাত ৯ টা ৩০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।পরে আগুনের তীব্রতা বেশি থাকায় আরও ৬টি ইউনিট পাঠানো হয়। সোনারগাঁ,ডেমরা ও ফুলবাড়ীয়া গুলিস্তান হেডকোয়ার্টার ফায়ার সার্ভিস এর মোট ৮ টি ইউনিট কাজ করে ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, ৩ তলায় পিছনে নিটিং সেকশন এর এডজাস্ট ফ্যান থেকে আগুনের সূত্রপাত হয়।তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

Related Articles

Back to top button