সংগঠন

সোনারগাঁও প্রেস ক্লাবের স্মারক গ্রন্থ ‘মুক্তি’র মোড়ক উন্মোচন

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সোনারগাঁও প্রেস ক্লাব ‘মুক্তি’ নামে একটি স্বাধীনতা দিবস স্মারক গ্রন্থ প্রকাশ করেছে। শনিবার সকালে সোনারগাঁও উপজেলার উদ্ধবগঞ্জ এলাকায় প্রেস ক্লাব প্রাঙ্গণে এ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

স্মারক গ্রন্থে মুক্তিযুদ্ধ ও অন্যান্য বিষয়ের উপর ৩৮টি লেখা স্থান পেয়েছে।

বৈচিত্রময় লেখায় সমৃদ্ধ এ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন সোনারগাঁও প্রেস ক্লাবের উপদেষ্টা সাইফুল ইসলাম রিপন, সাবেক আহ্বায়ক মাসুদ শায়ান, ক্লাবের সভাপতি এম এম সালাউদ্দিন, সহ সভাপতি মোক্তার হোসেন মোল্লা, ফজলে রাব্বী সোহেল, যুগ্ম সম্পাদক আক্তার হাবিব, রবিউল হুসাইন, অর্থ সম্পাদক মিজানুর রহমান মামুন, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, নির্বাহী সদস্য মনির হোসেন, শামসুল আলম তুহিন ও প্রাক্তন সদস্য সেলিম রেজা প্রমূখ।

Related Articles

Back to top button