সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রর্থী সোহাগ রনি’র গণসংযোগ
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস ২৪ ডটকম : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাবেক নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি সোহাগ রনি ব্যাপক গণসংযোগ করেছেন।
মঙ্গলবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ইউনিয়নের চৌরাস্তা এলাকা সব বাজার-ঘাট ও দোকান-পাটে এই গণসংযোগ করেন। তিনি ইউনিয়নবাসীর কাছে নৌকা প্রতিকের পক্ষে ভোট চেয়ে দোয়া ও সমর্থন চান।এ
এ সময় দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি ও সোনারগাঁ টাইমস পত্রিকার বার্তা সম্পাদক ফারুকুল ইসলামের দোয়া ও সহযোগিতা চাওয়ার মধ্য দিয়ে গণসংযোগ শুরু করেন।
গণসংযোগ কালে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ রনি বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতাকে অব্যাহত রাখতে সবাইকে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান এবং তিনি যাতে নৌকা প্রতীকে মনোনীত হন সে জন্য সবার দোয়া প্রার্থনা করেন।
সাথে ছিল যুবলীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকমীসহ এলাকায় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।