নির্বাচনের খবর
শামীম ওসমানের হস্তক্ষেপে কাঁচপুর ইউনিয়নেও বিনাপ্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান হওয়ার পথে
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
আসন্ন সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রভাবশালী সাংসদ শামীম ওসমানের নির্দেশনায় নির্বাচন থেকে সড়ে দাঁড়িয়েছেন স্বত্রন্ত চেয়ারম্যান পদপ্রার্থী মাহাবুব খাঁন ।
বুধবার (১০ নভেম্বর) রাতে তিনি মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন। মাহাবুব খাঁন সোনারগাঁ থানার ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। এবার নির্বাচনে তার প্রথম অংশ নেওয়ার কথা ছিলো।
মাহাবুব খাঁন জানান, দলীয় মনোনয়ন প্রত্যাশার আশায় ছিলাম। নেত্রী যাকে যোগ্য মনে করেছে তাকে মনোনয়ন দিয়েছে। নেত্রীকে শ্রদ্ধা করা আমার নৈতিক দায়িত্ব। দলের মধ্যে ঐক্যের প্রয়োজন তাই নেত্রীর সিদ্ধান্ত ও এমপি মহোদয়ের নির্দেশনা মেনে আমি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। দলের কথা ভেবে সড়ে দাড়ালাম।