নির্বাচনের খবর

ফেল করা মেম্বার এবার দলীয় প্রতীক নৌকা পেয়ে হয়ে গেলেন চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

৩য় ধাপের নির্বাচনে আজ রবিবার শেষ হয়েছে। দেশের অন্যান্য এলাকায় ন্যায় সোনারগাঁয়ে ৮টি ইউনিয়নে সকাল থেকে ভোট গ্রহন শুরু হয় চলে ৪টা পযর্ন্ত। উপজেলার ৮টি ইউপির মধ্যে পিরোজপুর, সনমান্দি বারদী ও কাঁচপুরে বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ৪টি ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুটি নৌকা, একটি লাঙ্গল ও একটি স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়। এরমধ্যে জামপুর ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে নির্বাচিত হোন হুমায়ুন কবির যিনি গত ইউপি নির্বাচনে সাধারন সদস্য (মেম্বার) পদে পরাজিত হোন। সেই মেম্বার পদে পরাজিত প্রার্থী এবার নৌকা প্রতিক নিয়ে জয় লাভ করেছেন।

গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে হুমায়ুন কবির সাধারণ সদস্য পদে ফুটবল প্রতিক নিয়ে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থি ছগির হোসেন ভুইয়া বৈদ্যুতিক পাখা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেই নির্বাচনে মোট ১৯শত ৬২ মধ্যে হুমায়ুন কবির পান ৭৬১ ভোট। তার সাথে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছগির আহম্মেদ ভুইয়া পান ১১শত ৩ ভোট। সেই নির্বাচনে হুমায়ুন কবির ৩৪১ ভোটে ছগির আহম্মেদ ভুইয়া কাছে পরাজিত হোন। এবার গতবারের পরাজিত মেম্বার প্রার্থীকে নৌকা প্রতীক দেয়া হয়। তবে এবার তিনি চেয়ারম্যান পদে জয় লাভ করেছেন। জাতীয়পার্টির লাঙ্গল প্রতীকের চেয়ে তিনি ১৯৭০ ভোট বেশী পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হোন।

Related Articles

Back to top button