নির্বাচনের খবর
বৈদ্যেরবাজার ইউপিতে সুষ্ঠু ভোটে নৌকার বাজিমাত
নিজস্ব নিউজ ডেস্ক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
৪র্থ ধাপে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নজিরবিহীন নিরাপত্তার মধ্য দিয়ে বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান পদে মোট চারজন প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হয় আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আল আমিন সরকার(নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুর রউফ (ঘোড়া) এর মধ্যে। নৌকা প্রতীকে ৭১৯০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ প্রার্থী আল আমিন সরকার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুর রউফ ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৮৩৫ ভোট।