বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান লায়ণ বাবুল
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
তৃতীয় ধাপে নারায়ণগঞ্জে আন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে লায়ণ মাহবুবুর রহমান বাবুল।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) জাতীয়পার্টির মনোনীত প্রার্থী লাঙ্গলের চেয়ারম্যান প্রার্থী দাইয়ান মেম্বার তার প্রার্থীতা প্রত্যাহার করার পর লায়ণ বাবল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এর আগে পিরোজপুর, কাঁচপুর ও সনমান্দিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হোন। তারা সবাই বর্তমান ক্ষমতাশীন দল আওয়ামী লীগের নৌকার প্রার্থী ছিলেন।
উল্লেখ্য, উল্লেখ্য, বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ৮৭ তম কমিশন বৈঠক শেষে তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন৷ তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১১ নভেম্বর ও ভোটগ্রহণ ২৮ নভেম্বর।