সংগঠন

বাড়ি বাড়ি গিয়ে শীতার্তদের কম্বল দিচ্ছেন মইনীয়া যুব ফোরাম

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

কনকনে ঠাণ্ডায় দরিদ্র ও হতদরিদ্র শীতার্তদের বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করেছেন মইনীয়া যুব ফোরাম সোনারগাঁ শাখার উদ্যোগে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সোনারগাঁ উপজেলার সনমান্দী ও জামপুর ইউনিয়নের দরিদ্র ও হতদরিদ্র শীতার্তদের বাড়ি বাড়ি গিয়ে এই কম্বল বিতরণ করেন।

পার্লামেন্ট অভ ওয়ার্ল্ড সূফীজ প্রেসিডেন্ট, বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান, মাইজভান্ডার দরবার শরীফের ইমাম ও মইনীয়া যুব ফোরামের প্রতিষ্ঠাতা শাহ্ সূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানীর নির্দেশে শীত বস্ত্র বিতরণ কর্মসূচির এটি ছিল দ্বিতীয় পর্ব।

মইনীয়া যুব ফোরাম সোনারগাঁ শাখার সভাপতি আবু সাঈদ মোহাম্মদ সালেক বলেন, গত ২০ ডিসেম্বর মাসে প্রথম পর্বেঙং সাদীপুর ইউনিয়নে একশত পরিবারের মাজে শীতং বস্ত্র বিতরণ করা হয়েছিল। প্রকৃত শীতার্তদের বাড়ি বাড়ি গিয়ে খুঁজে বের করে কম্বল বিতরণের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button