বঙ্গবন্ধুর জম্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচী পালন
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস ২৪ ডটকম :
সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর জম্ম শত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ-৩, সোনারগাঁয়ের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার নেতৃত্বে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি লিয়াকত হোসেন খোকা।
এছাড়াও উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সহকারী কমিশনার ভূমি মোস্তফা মুন্না, স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমান সাহা, এমপি লিয়াকত হোসেন খোকার সহধর্মিনী ডালিয়া লিয়াকত, মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান, মৎস্য কর্মকর্তা জিয়াসমিন আক্তারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।