নির্বাচনের খবর

নৌকার মাঝি হতে দলীয় মনোনয় সংগ্রহ করলেন সাংবাদিক বিদ্যুৎ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

আসছে ২৮ নভেম্বর ইউপি নির্বাচনে শম্ভুপুরা ইউনিয়ন থেকে নৌকার মাঝি হতে দলীয় মোনোনয়ন সংগ্রহ করলেন সোনারগাঁ উপজেলা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁ জার্নালিষ্ট ক্লাবের সভাপতি শেখ এনামুল হক বিদ্যুৎ।

মঙ্গলবার বিকালে ধানমন্ডি ৩/এ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কার্যালয় থেকে তিনি এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।

আসন্ন শম্ভুপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীক প্রত্যাশী শেখ এনামূল হক বিদ্যুৎ এর সাথে এসময় শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।এসময় শেখ এনামূল হক বিদ্যুৎ বলেন, দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হবো ইনশাহল্লাহ। নির্বাচিত হলে ইউনিয়নবাসীর স্বাস্থ্যসেবা ও রাস্তাঘাট উন্নয়ন করবো। পাশাপাশি মাদক, চাঁদাবাজ, যৌতুক ও ইভটিজিং সহ অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ গড়ে তোলা হবে সামাজিক আন্দোলন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে শম্ভুপুরা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলব।

 

Related Articles

Back to top button