পুলিশ

নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি হলেন মশিউর রহমান

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তার পুরষ্কার পেলেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মশিউর রহমান পিপিএম বার। সোমবার সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে কাজের স্বীকৃতি স্বরুপ পুরষ্কার হিসেবে ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার মো. জায়েদুল ইসলাম পিপিএম বার।

এ বিষয়ে মশিউর রহমান বলেন, সিদ্ধিরগঞ্জ থানায় আসার পর মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গ্যাং, নারী ও শিশু নির্যাতন দমনে কাজ করেছি। আমার কাজের স্বীকৃতি স্বরুপ আমাকে শ্রেষ্ঠ নির্বাচিত করায় উর্ধতন কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

সেই সাথে আগামী দিনগুলোতেও নিষ্ঠার সাথে কাজ করে যেতে চাই। সাধারণ মানুষের জন্য আমার থানা সবসময় উন্মুক্ত। আমি চেষ্টা করে যাচ্ছি সবসময় মানুষকে সেবা দিয়ে যেতে। এছাড়া থানা এলাকার অপরাধ নির্মুলে সকলের সহযোগিতা কামনা করছি।

Related Articles

Back to top button