পুলিশ

সোনারগাঁয়ে র‌্যাব-১১ মাদক বিরোধী অভিযান; ফেন্সিডিল ও গাঁজাসহ গ্রেফতার ৫

নিজস্ব ক্রইম রিপোর্টার, সোনারগাঁ টাইমস২৪ টকম :

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পৃথক দুইটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫০৭ বোতল ফেন্সিডিল এবং ২ কেজি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-১১।

সোমবার (২১ মার্চ) ভোরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

র‌্যাব জানায়, কুমিল্লা থেকে ঢাকা অভিমুখী একটি প্রাইভেটকার তল্লাশী করে ৫০৭ বোতল ফেন্সিডিলসহ মোঃ সাইফুল ইসলাম (৪৩), শাহিন আহমেদ (৩৫) ও রিফাত চৌধুরী (১৯) নামক ৩ জনকে গ্রেফতার করা হয়। অপর অভিযানে ১টি মোটরসাইকেল তল্লাশী করে ২ কেজি গাঁজাসহ মাহফুজুল করিম ভঁইয়া (২৬) ও মোঃ শরিফুল ইসলাম (২৬) নামক ২ জনকে গ্রেফতার করা হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামীরা মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তারা প্রাইভেটকার ও মোটর সাইকেলের চালক এবং যাত্রীর ছদ্মবেশ ধারণ করে দীর্ঘদিন যাবৎ অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল ও গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Related Articles

Back to top button