রাজনীতি

ঐতিহাসিক ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে জামায়াত

নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৭ নভেম্বরের ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে জামায়েতে ইসলামী।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা বাজারে সোনারগাঁ উপজেলা দক্ষিণ জামায়াতের উদ্যোগে ৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মমিনুল হক সরকার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামি ৪ দফা কর্মসূচির ভিত্তিতে রাজনীতি করেন। ১. দাওয়াতের মাধ্যমে চিন্তার পরিশুদ্ধি ও পুনর্গঠনের কাজ : জামায়াত কুরআন ও সুন্নাহর সঠিক শিক্ষাকে বলিষ্ঠ যুক্তির সাহায্যে তুলে ধরে জনগণের চিন্তার বিকাশ সাধন করছে। তাদের মধ্যে ইসলামকে অনুসরণ ও কায়েম করার উৎসাহ ও মনোভাব জাগ্রত করছে।

২. সংগঠন ও প্রশিক্ষণের কাজ : ইসলাম কায়েমের সংগ্রামে আগ্রহী ব্যক্তিদেরকে সুসংগঠিত করে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে ইসলামী সমাজ প্রতিষ্ঠার যোগ্য করে গড়ে তুলছে।

৩. সমাজ সংস্কার ও সেবার কাজ : ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সমাজের সংশোধন, নৈতিক পুনর্গঠন ও সমাজসেবামূলক কাজের মাধ্যমে জামায়াত সমাজের উন্নয়ন ও কল্যাণ সাধন করছে।

৪. সরকার সংশোধনের কাজ : জামায়াত শাসন ব্যবস্থার সকল স্তরে অযোগ্য ও অসৎ নেতৃত্বের বদলে আল্লাহভীরু, সৎ ও যোগ্য নেতৃত্ব কায়েমের জন্য গণতান্ত্রিক পন্থায় চেষ্টা চালাচ্ছে।

এ সময় আলোচনা সভার প্রধান আলোচকের বক্তব্যে সোনারগাঁয়ের কৃতি সন্তান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য মাওলানা অধ্যক্ষ ড. মোঃ ইকবাল হোসাইন ভুঁইয়া বলেছেন, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলদার মুক্ত একটি সমাজ বিনির্মাণ করার টার্গেটে কাজ করছে বাংলাদেশ জামাতে ইসলাম।

বাংলাদেশের ৭ নভেম্বরের চেতনা ও ছাত্র-জনতার ৫ আগস্টের বিপ্লব একসূত্রে গাঁথা। আল্লাহ তাআলার তরফ থেকে এ জাতির প্রতি, এই উম্মার প্রতি পরীক্ষার পর পরীক্ষার মধ্যদিয়ে একটা নতুন বাংলাদেশের অভিযাত্রা, নতুন দিগন্ত আল্লাহ তাআলা সূচনা করেছেন। এই সুযোগককে কাজে লাগাতে হবে। এ দেশে আর যেন কোন স্বৈরাচার জন্ম নিতে না পারে।

এ সময় জামপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভার মঞ্চে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা অর্থ ও বায়তুলমাল সম্পাদক মাওলানা দেওয়ান খোরশেদ আলম, সোনারগাঁ জামায়াতে ইসলামী দক্ষিনের সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামপুর ইউনিয়ন জামায়াত নেতা মোঃ ইইব্রাহীম।

Related Articles

Back to top button