সোনারগাঁয়ের খবর
ইসরায়েল বিরোধী মিছিলে ঝলকের বজ্রকন্ঠে শ্লোগান “নারেই তাকবীর আল্লাহু আঁকবার”
নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলাজুড়ে উলামা ঐক্য পরিষদ ও তৌওহীদি জনতার উদ্যোগ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমা সোনারগাঁয়ের প্রধান সড়কে সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়ার ছেলে, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য, নারায়ণগঞ্জ-৩, আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ডায়নামিক লিডার তরুণ্যের আইকন ও নগদের নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলকে দেখাযায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের প্রথম কাতারে।
এ সময় দেখাযায় মারুফুল ইসলাম ঝলকের এক হাতে ব্যানার আরেক হাতে ফিলিস্তিনের পতাকা। আর বজ্রকন্ঠে শ্লোগান দেন “নারেই তাকবীর আল্লাহু আঁকবার, মোসলমানের শত্রুরা হুসিয়ার সাবধান “।