আসন্ন সোনারগাঁ উপজেলার নির্বাচন নিয়ে প্রশাসনের কড়া হুশিয়ারী
আসন্ন সোনারগাঁ উপজেলার ৮টি ইউপি নির্বাচনে বিশৃঙ্খলাকারীদের কোন ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুর ইসলাম।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে উপজেলার ইউপি নির্বাচনের প্রার্থীদের যাচাই-বাছাই অনুষ্ঠানে প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আগামী ২৮ নভেম্বর সোনারগাঁয়ের ৮টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ প্রার্থীদের মনোনয়নরপত্র যাচাই-বাছাইয়ের দিন। আমরা আপনাদের জমাকৃত মনোনয়ন পত্র খুব যত্ন সহকারে যাচাই-বাছাই করেছি। এর মধ্যে কেউ বাদ পরতে পারেন। তবে বাদ পড়লেও আপিলের সময় পাবেন। নির্বাচনকে ঘিরে আমরা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সকল প্রকার সহযোগিতা করবো। কিন্তু নির্বাচনকে ঘিরে কোন সহিংসতা চলবে না। কেউ সহিংসতা করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।
সোনারগাঁ উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে আয়োজিত মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা নির্বাচন অফিসার ইউসুফ উল রহমান, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান, ওসি (তদন্ত) শফিকুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীগণ।