অবৈধ সম্পর্ক, বিয়ে না করায় চিরকুট লিখে স্কুল ছাত্রীর আত্মহত্যা
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম
দীর্ঘদিনের অবৈধ সম্পর্ক, বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের শিকার হয়েও বিয়ের আশ্বাস না পাওয়ায় এক এসএসসি পরিক্ষার্থী চিরকুট লিখে আত্মহত্যা করেছে।
সোমবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের ভাটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী মোগড়াপাড়া ইউনিয়নের ভাটিপাড়া এলাকার বাসিন্দা।
সে স্থানীয় কাইকারটেক উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরিক্ষার্থী ছিল। নিহতের স্বজনরা জানায়, একই গ্রামের আবুল কালামের ছেলে লম্পট ইমন ৩ বছর যাবত বিয়ের প্রলোভন দেখিয়ে ওই শিক্ষার্থীর সঙ্গে অবৈধ দৈহিক সম্পর্ক স্থাপন করে।
এ ব্যাপারে শিক্ষার্থী বাবা, মা ও পরিবারের লোকজন লম্পট ইমনকে বিয়ের চাপ সৃষ্টি করলে সে বিয়ে করবে না বলে জানায়। এতে ওই শিক্ষার্থী ক্ষিপ্ত হয়ে লম্পট ইমনকে দায়ী করে ৪ পাতায় একটি চিরকুট লিখে বিষ পান করে নিজ বাড়িতেই আত্মহত্যা করে।
এ ঘটনার পর থেকেই অভিযুক্ত ইমন ও তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পলাতক রয়েছে।
এ ঘটনায় সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।