সোনারগাঁয়ের খবর
অটো চালোকদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন এমপি খোকা
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
সকাল হলেই ঈঁদ এখনও কর্মব্যস্ত অটো চালকরা, রাত তখন ১০ টা, এমন সময় তাদের হাতে তুলে দেন ১টি মুরগ ১ পুঁটলি ঈদ সামগ্রী। পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতেই রাস্তায় নেমে নিজ হাতে এসব বিতরন করেন এমপি লিয়াকত হোসেন খোকা।
শুক্রবার ২১ এপ্রিল রাত ১০ টায় মোগরাপাড়া চৌরাস্তা থানা রোডের মোরে প্রায় ১৫০০ অটো চালকের হাতে এসব তুলে দেন।
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এ খুশি গরিব-দুঃখী সবাই যেন সমানভাবে উপভোগ করতে পারে সে লক্ষ্যে প্রতিবছর তিনি ব্যক্তিগত উদ্যোগে এমন ঈদ উপহার বিতরণ করে থাকেন।
এ সময় সার্বিকভাবে সহযোগীতা করেন জাতীয় পার্টি নেতা জাভেদ রায়হান জয়।