সোনারগাঁয়ের খবর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, দীর্ঘ যানজটে অস্থির ঘরমুখো মানুষ

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করছেন পোশাক কারখানার শ্রমিকরা।

বুধবার বিকাল ৫টায় তারা ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে দুই মহাসড়কের কাঁচপুর পয়েন্টে প্রথমে টায়ার জ্বালিয়ে পরে পিকআপ ভ্যান ও বিদ্যুতের খুঁটি ফেলে রাস্তা অবরোধ করে রেখেছেন।

এতে সড়কে কয়েকশ যানবাহন আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। কর্মব্যস্ত ঘরমুখো মানুষ পড়েছে চরম বিপাকে।

কাঁচপুরে সিনহা অ্যান্ড ওপেক্স গ্রুপের শ্রমিকরা এই অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধা ৭ পর্যন্ত এ বিক্ষোভ করতে দেখা যায়। যানজট কাঁচপুর থেকে সাইনবোর্ড অপর দিকে কাঁচপুর থেকে মোগরাপাড়া পর্যন্ত।

Related Articles

Back to top button