সোনারগাঁয়ের খবর

সোনারগাঁয়ে যুবলীগ নেতা প্রকৌশলী তানভীরের পক্ষথেকে শোকবার্তা প্রকাশ

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

আজ ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এই দিন বাঙালি জাতি হারিয়েছে তার হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

এই শোক দিবসকে স্মরন করে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধাসহ শোকবার্তা প্রকাশ করেছেন নাগেরগাঁও হাই স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা প্রকৌশলী আহম্মাদ আলী তানভীর।

তিনি শোক বার্তায় বলেন, আগস্ট মাসটি সত্যিকার অর্থেই বাঙালি জাতির ইতিহাসে একটি বেদনাবিধুর কলঙ্কজনক মাস। এ মাসের ১৫ আগস্টের সেই কালরাতে ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যার পাশাপাশি হত্যা করেছে বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবকে। এ ছাড়াও, সেদিন ঘাতকদের হাতে প্রাণ দিয়েছিলেন বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল।

পৃথিবীর এই ঘৃণ্যতম হত্যাকাণ্ড থেকে সেই দিন বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর সহোদর শেখ নাসের, ভগ্নীপতি আব্দুর রব সেরনিয়াবাত, ভাগ্নে শেখ ফজলুল হক মনি, তার সহধর্মিণী আরজু মনি ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও আত্মীয়-স্বজন।

তাই আমি বিশ্বাসকরি এ শোক আমরা কখনও ভুলতে পারবোনা। ভুলা যায় না।

বঙ্গবন্ধুসহ সেই কালো রাতে নির্মমভাবে নিহত সকল শহীদদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা ও তাদের সকলের আত্তার মাগফেরাত কামনা করছি।

Related Articles

Back to top button