সংগঠন

ক্যান্সার আক্রান্ত তরুণ চন্দ্রশীলকে সহায়তা করল বিসমিল্লাহ্ এন এম জুলফিকার ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক :

ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে কষ্টে দিন কাটাচ্ছিলেন সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের তরুণ চন্দ্রশীল। আর্থিক সঙ্কটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করতে পারছিলেন না তিনি। এমন খবর সম্প্রতি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম সোনারগাঁ টাইমস-এ প্রকাশিত হয়।

সংবাদটি নজরে আসে বিসমিল্লাহ্ এন এম জুলফিকার ফাউন্ডেশন-এর চেয়ারম্যান, শিক্ষানবিশ আইনজীবী নাদিরা আক্তার নিরার। পরে তাঁর নির্দেশে ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোক্তার হোসেন ও সভাপতি মো. মশিউর রহমান বুধবার সকালে তরুণ চন্দ্রশীল ও তাঁর স্ত্রী লক্ষি রাণীর হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

সহায়তা দেওয়ার সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ টাইমস-এর সম্পাদক মো. শাহ্জালাল মিয়াসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

ফাউন্ডেশনের চেয়ারম্যান নাদিরা আক্তার নিরা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তরুণ চন্দ্রশীলের দ্রুত আরোগ্য কামনা করছি।

Related Articles

Back to top button