সোনারগাঁয়ের খবর

সোনারগাঁয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশের অভিযান

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মানুষের সমাগম ঠেকাতে মহাসড়ক ও বাজার-ঘাটে চালিয়েছে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশের সমন্বয়ে অভিযান।

করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার সাতদিনের জন্য দেশজুড়ে কঠোর লকডাউন জারি করা হয়েছে। লকডাউন কার্যকর করতেই সোনারগাঁ উপজেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে সোনারগাঁয়ের কাঁচপুর, মোগরাপাড়া চৌরাস্তা, উদ্ভবগঞ্জ, মেঘনা শিল্পনগরীসহ কয়েকটি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের চিত্র দেখা গেছে। মোড়ে মোড়ে পুলিশ দাঁড়িয়ে আছে, চেকপোস্ট বসানো হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় কাউকে থাকতে দেওয়া হচ্ছে না। সড়কে থামিয়ে কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন- এমন নানা প্রশ্নের পর যৌক্তিক জবাব দিতে পারলেই সাধারণ মানুষকে গন্তব্যে যেতে দেওয়া হচ্ছে। না হয় ফিরিয়ে দেওয়া হচ্ছে সবাইকে। রাস্তায় গণপরিবহন চলছে না।

সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা মুন্নার নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ অভিযান পরিচালনা করেন।

সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা মুন্না বলেন, বিধিনিষেধ কার্যকর করতে অভিযান পরিচালিত হচ্ছে।

Related Articles

Back to top button