সোনারগাঁয়ের খবর

সোনারগাঁয়ে হাড় কাঁপানো শীত, ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে জনপদ

নিজস্ব প্রতিবেদক :


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় হাড় কাঁপানো শীতে কাবু হয়ে পড়ছেন পথে-ঘাটে থাকা ছিন্নমূল মানুষ। ঘন কুয়াশার চাদরে ঢাকে গেছে জনপদ। যানবাহন চলছে ধীরগতিতে।

অগ্রহায়ণের শেষের দিকে হেমন্ত ঋৃতুর মাস পৌষ এখনও শুরু হয়নি তবুও বেড়েছে শীতের দাপট। কাঁচের মত স্বচ্ছ শিশির বিন্দুগুলো ভর করেছে সবুজ প্রকৃতিতে। ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকে গেছে জনপদের এই শহর।
আজ বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩ খ্রিষ্টীয়, ২৮ অগ্রহায়ণ ১৪৩০ বাংলা ও ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি। তবে সকাল ৮টা পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি ও প্রচণ্ড গণকুয়াশা।

বর্তমানে দৃষ্টিসীমা ২শ’ মিটারের নিচে নেমে এসেছে। ভোর থেকেই প্রধান সড়কগুলোতে হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা যাচ্ছে।

বেলা যতই বাড়ছে কুয়াশাও যেন আড়মোড়া দিয়ে প্রকৃতির সব কিছুকে কোলের মধ্যে টেনে নিচ্ছে। কমার সম্ভাবনা দেখা যাচ্ছে না। বেড়েছে শীতের তীব্রতা।

সূর্যের তাপ না থাকায় হাড় কাঁপানো শীতে কাবু হয়ে পড়ছেন পথে-ঘাটে থাকা ছিন্নমূল মানুষ। এবার সময়ের আগেই যেন শক্তি ধরিয়েছে শীত।

Related Articles

Back to top button