সিনিয়র ফটো সাংবাদিক মতিউর রহমান সেন্টু আর নেই। ইটালীর নেপলী শহরে বাংলাদেশ সময় ২১ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টায় স্ট্রোক করে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর বিষয়টি পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
গত রমাজান মাসে নিহতের একমাত্র পুত্র বিদ্যুতায়িত হয়ে নিজ বাসভবনে মারা যায়। স্বল্প সময়ের ব্যবধানে বাবা মতিউর রহমান সেন্টুও চলে গেলেন আআল্লাহর জিম্মায়।
তিনি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক ইনকেলাবের সাবেক সিনিয়র ফটো সাংবাদিক ছিলেন।
তার মৃত্যুতে সোনারগাঁ টাইমস২৪ ডটকম পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি, একই সঙ্গে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহর দরবারে বিনীত প্রার্থনা তার ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাত নসিব করুন, আমিন।