রাজনীতিসোনারগাঁয়ের খবর

সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাতবার্ষিকী

নিজস্ব সংবাদদাতা :


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০ টায় স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান স্থানীয় সাংসদ, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা আওয়ামী লীগসহ এর সহযোগী অঙ্গ সংগঠনেরট নেতা-কর্মীরা।

দিবসটি উপলক্ষে ১৫ আগস্ট (মঙ্গলবার) সোনারগাঁ উপজেলা উপজেলা পরিষদে ও আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করেন ও কালো বেইস লাগিয়ে উপজেলা প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, স্মরণসভা, দোয়া-মিলাদ মাহফিল,অসচ্ছল, এতিম ও দুস্থ মানুষদের মাঝে খাদ্য বিতরণ ও গণভোজের আয়োজন করেন।

এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, নারায়ণগঞ্জ-৩, আসনের সাংসদ ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ ও তার সহযোগী বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠন।

Related Articles

Back to top button