মানবতার ফেরিওয়ালা চেয়ারম্যান মাসুমের সহযোগিতায় মেরামত হলো জরাজীর্ণ এতিম খানা
নিজস্ব প্রতিবেদক,সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মুজাফফর আলী ফাউন্ডেশন নামে দীর্ঘদিনের জরাজীর্ণ এতিম খানাটি দরজা জানালা ভেঙ্গে পুরোনো ঘরগুলো অনাথ ছাত্রদের বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। রোদ বৃষ্টিতেতো বটেই রাতেও নিরাপত্তা ঝুঁকিতে থাকতে হতো ছাত্র ও শিক্ষকদের। সাংবাদিকদের কাছ থেকে বিষয়টি অবগত হওয়ার পর পিরোজপুর ইউনিয়ন পরিষদের মানবতার ফেরিওয়ালা খ্যাত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সু দৃষ্টিতে মেরামত হয় এতিমখানাটি।
গত ২৭ রমজান সোনারগাঁ টাইমস এর ইফতার অনুষ্ঠানে গিয়ে চেয়ারম্যান মাসুম সমস্যার কথা জানতে পেরে তা মেরামতের দ্বায়িত্ব নেন।
এরপর চেয়ারম্যান মাসুমের অর্থ সহায়তায় সাংবাদিক ফারক ও মো. শাহজালালের সহযোগিতায় ৭ টি ক্লাস রুমের, ৪টি অফিস রুমের ও দুটি পাকের রুমের জানালা ও গ্রিল নতুন করা হয় এবং অফিস কক্ষের ২টি দরজা ও বাথরুমের ২টি দরজা নতুন হয়। এছাড়াও আনুষাঙ্গিক আরো কিছু মেরামতের কাজ করে এতিমখানাটি বসবাসের উপযোগী করে দেন।
এসময় এতিম খানার মোহতামিম আনোয়ার হোসেন সাংবাদিকদের ধন্যবাদ জানান। চেয়ারম্যান এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তার জন্য দোয়া করেন।