ঈদে হাসি ফুটুক সবার মুখে, সেমাই চিনি ঘরে ঘরে” এই প্রতিপাদ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঈদ সামগ্রী বিতরণ করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাইট সোনারগাঁও। বিকেলে সোনারগাঁয়ের বিভিন্ন গ্রামে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মাঝে এসব সামগ্রী পৌছে দেন স্বেচ্ছাসেবীরা।
এব্যাপারে সংগঠনের সভাপতি আকতার হাবিব বলেন, আমরা জানি ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ। কিন্তু এই আনন্দ সবার মাঝে সমানভাবে আসেনা। মধ্যবিত্ত ও নিম্নমানের মানুষ ঈদের বাড়তি খরচ নিয়ে চিন্তিত থাকেন। বিশেষ করে দ্রব্যমুল্যের উধ্বগতির কারনে সবাই খুব কষ্টে আছেন। আমরা চেষ্টা করেছি অন্তত একদিন যেন আমাদের ট্রেডিশনাল সেমাই পোলাও খেতে পারেন। সামান্য উপহার সামগ্রি হিসেবে ঈদের খাদ্য সামগ্রী পৌঁছে দিলাম।
এসময় ব্রাইট সোনারগাঁও এর অর্থ সম্পাদক রোমানা আক্তার, ফারজানা আক্তার, সোহাগ মিয়া উপস্থিত ছিলেন।