খেলাধূলায় মনোনিবেশ করলে মাদক থেকে পরিত্রাণ সম্ভব- এমপি খোকা
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জামপুর ইউনিয়নের মহজমপুর উচ্চ বিদ্যালয়ের ৪ তালা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ২০২২, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গতকাল শনিবার নারায়ণগঞ্জ-৩, সোনারগাঁ আসনের এমপি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা স্কুলের কোমলমতি শিক্ষাথীদের উদ্দেশ্যে আরো বলেন, তোমরা আমার আদরের ভাগিনা ভাগ্নি তোমারা এই স্কুল থেকে পড়া লেখা করে বড় বড় জায়গায় প্রতিষ্ঠিত হবে। তার আগে তোমাদের মা-বাবাকে শ্রোদ্ধা করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভুইয়া, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির ভূইয়া, নোয়াগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেওয়ান উদ্দিন চুন্নু, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় নেতা আনিসুর রহমান বাবু,আবু তালেব চৌধুরী জিসান, হাজী শ্যামল সিকদার, আলী জাহান মেম্বার, বকুল মেম্বার, শফিকুল ইসলাম, মনির হোসেন মেম্বার, সাইফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।