সোনারগাঁয়ে বিক্ষোভ মিছিল ও সভা করেছে আ’লীগ, বিএনপি-জামায়াতের ৯৬ সালের প্রহসনের নির্বাচনের প্রতিবাদে
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস ২৪ ডটকম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা আ’লীগের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।
১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি তৎকালীন বিএনপি-জামায়াত সরকার আয়োজিত প্রহসনের নির্বাচন ও গণতন্ত্র হত্যার প্রতিবাদে পিরোজপুর ইউনিয়ন আ’লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে এ
কর্মসূচি পালন করে।
সোমবার সকালে এ উপলক্ষ্যে মেঘনা এলাকায় পিরোজপুর ইউনিয়ন আ’লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করে।
এ সময় প্রতিবাদ সভায় পিরোজপুর ইউনিয়ন আ’লীগে আহ্বায়ক ফিরোজ্জামান মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, প্রধান বক্তার বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল করেন। সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে নেতাকর্মীরা ১৫ ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে।