সংগঠন

মোগরাপাড়া সরকারি উচ্চ বিদ্যায়তনের দূরন্ত ৯৭ ব্যাচের পিঠা উৎসব

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

শীত মানেই পিঠা-পুলি ও পায়েস খাওয়ার আমেজ। আর সেই আমেজ যেন বাঙালিয়ানার চির চেনা ঐতিহ্যময় এক সংস্কৃতি। সেই ঐতিহ্যময় সংস্কৃতিকে ধারণকরে মোগরাপাড়া সরকারি উচ্চ বিদ্যায়তনের দূরন্ত ৯৭ ব্যাচের বন্ধুদের প্রাণের আড্ডা হয়ে উঠেছিল পিঠা উৎসবে।

গতকাল শনিবার বিকেল থেকে সন্ধা পর্যন্ত চলে দূরন্ত ৯৭ ব্যাচের বন্ধুদের প্রাণের আড্ডা। বন্ধু শামীমের উদ্যোগে বাড়িমজলিশ তার বাড়ির ছাঁদে পিঠার মৌ মৌ ঘ্রাণে মনোমুগ্ধ হয়ে উঠে সকল বন্ধুরা। আর শুরুহয় পিঠা খাওয়ার ধুম। এ সময় টাটকা চালে তৈরি করা বাহারি পিঠা, পুলি, মিষ্টি। সঙ্গে ছিল হাঁসের গোস্ত,গরুর গোস্ত ও বিভিন্ন ধরনের বর্তা যা জুড়ি মেলা ভার। তখন পিঠার সেই মৌ মৌ গন্ধ স্বাধে মনোমুগ্ধ হয়ে উঠে সকল বন্ধুরা।

Related Articles

Back to top button