ধর্ম

মাসুম চেয়ারম্যানের আগমনে ধন্য, চেঙ্গাকান্দির ইসলামী মহাসম্মেলন উদযাপন কমিটি

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :


চেঙ্গাকান্দির ইসলামী মহাসম্মেলন ৩১ তম বার্ষিকী চলছে, অাজ ২১ জানুয়ারি শুক্রবার প্রথম দিন। এই মহাসম্মেলনে ইঞ্জিনিয়ার মাসুদুর রাহমান মাসুম চেয়ারম্যানের উপস্থিতিতে ধন্য হয়েছেন উদযাপন কমিটির সদস্যরা।

উক্ত মহাসম্মেলনে প্রধান বক্তার বয়ান করেন, আল্লামা নেয়ামতুল্লাহ আল- ফরিদী।

সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের ঐতিহ্যবাহী কারীমিয়া মুজাহিদিয়া মাদরাসার উদ্যোগে এই ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

উক্ত ইসলামী মহাসম্মেলনের প্রথম দিন উদ্বোধন করেন হাজী আবুল বাশার বাদশাহ।

পিরোজপুর ইউনিয়নের টানা দ্বিতীয় বার নির্বাচিত সুযোগ্য চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রাহমান মাসুম এর উপস্থিতিতে ও সভাপতিত্বে সফলতা পায় চেঙ্গাকান্দি গ্রামের ঐতিহ্যবাহী কারীমিয়া মুজাহিদিয়া মাদরাসার ইসলামী মহাসম্মেলন। চেঙ্গাকান্দির ইসলামী মহাসম্মেলন ৩১ তম বার্ষিকী উদযাপন কমিটির সদস্যদের দাবি করেন, ইঞ্জিনিয়ার মাসুদুর রাহমান মাসুম চেয়ারম্যান সাহেবের উপস্থিতিতে আমরা ধন্য। ওনার সভাপতিত্বে আমাদের আয়োজন সফল। আশা করি আগামীকালের আয়োজনকে সফল দাওয়াতি সকল মেহমান পাবো ইনশাল্লাহ।

Related Articles

Back to top button