সোনারগাঁয়ে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মীরেরবাগ এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যার একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে আহতের ভাই মো. শরীর বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের মীরেরবাগ এলাকায় মনির হোসেনের সঙ্গে একই এলাকার শাহজালালের বিরোধ চলছে। এ বিরোধের জের ধরে শাহজালালের নেতৃত্বে আনোয়ার, সাইফুল ইসলাম, হালিমাসহ ১০-১২জনের একটি দল মনিরের বাড়িতে হামলা চালায়। এসময় মনির হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এসময় স্ত্রী সাদিয়া ও ভাইয়ের স্ত্রী সুমি আক্তার এগিয়ে এলে তাদেরও কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এছাড়াও সুমি আক্তারকে শ্লীলতাহানি করে। আহতদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে রাতেই সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অভিযুক্ত শাহজালালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।