আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন প্রকৌশলী আহমেদ আলী তানভীর
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
আসন্ন ইউপি নির্বাচনে পিরোজপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী প্রকৌশলী আহমেদ আলী তানভীরের মনোনয়নপত্র বাতিল হওয়ার পর আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন তিনি।
নির্বাচন কমিশন সূত্র জানায়, পিরোজপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী প্রকৌশলী আহমেদ আলী তানভীরের মনোনয়নপত্রে আয়কর রিটার্ন দাখিল দেখালেও সম্পদ বিবরণ দিতে ভুল করলে তার মোনোনয়ন বাতিল হয়। পরে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী আপিল করে ভুল সংশোধনের মাধ্যমে মোনোনয়ন বৈধতা ঘোষনা পান মেম্বার পদপ্রার্থী প্রকৌশলী আহমেদ আলী তানভীর।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ঘোষিত তফিসিল অনুযায়ী সোনারগাঁ উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর। ১১ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। ১২ নভেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হওয়ার পর প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচার প্রচারনা শুরু করবেন।
এদিকে এই পিরোজপুর ইউনিয়নে কোন প্রতিদ্ধন্দ্বী না থাকায় ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম নির্বাচনের আগেই চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।