সারাদেশ

বিএনপি’র জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে জেলা বিএনপি।

রবিবার (৭ নভেম্বর) বিকেলে নরসিংদী জেলা বিএনপি’র কার্যালয়ে এ দিবসটি পালন করা হয়। জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র সভাপতি খায়রুল কবির খোকন।

আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি এড.আব্দুল বাছেত, শহর বিএনপি’র সভাপতি একেএম গোলাম কবির কামাল, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আকবর হোসেন, ফারুক উদ্দীন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আমিনুল হক বাচ্চু, জেলা যুবদলের সাংগঠিক সম্পাদক মোকাররম ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহারিয়া শামস্ কেনেডি,শহর যুবদলের আহবায়ক মাহমুদ হোসেন চৌধুরী সুমন, ছাত্রনেতা সিদ্দিকুল রহমান নাহিদ সহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।

এসময় খায়রুল কবির খোকন বলেন আজকের এই দিনে সিপাহী জনতা মিলে ক্যান্টনমেন্ট থেকে জিয়াউর রহমানকে মুক্ত করা হয়। পাল্টে যায় দেশের পটভূমি এবং এ পরিবর্তনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী এক জাতিসত্ত্বা লাভ করে বাংলাদেশ।

Related Articles

Back to top button