সংবাদ মাধ্যম
নারায়ণগঞ্জে সন্ত্রাসীদের মারধরে সাংবাদিক হাসপাতালে
নিজস সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
নারায়ণগঞ্জে মনি ইসলাম নামে স্থানীয় এক নারী সাংবাদিককে মারধর করেছে সন্ত্রাসীরা। তাকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন এশিয়ান টিভি চ্যানেল নারায়ণগঞ্জের ক্যামেরা পারসন আবু বক্করসহ দুজন। গতকাল দুপুরে ফতুল্লার বক্তাবলীর আকবর নগর এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা ওই সাংবাদিকদের মোবাইল ফোন, মাইক্রোফোন ও হ্যান্ডি ক্যামেরা লুটে নিয়েছে। আহত নারী সাংবাদিক নারায়ণগঞ্জ শহরের ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
চিকিৎসা শেষে তিনি বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
ফতুল্লা মডেল থানার সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান বলেন, এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম জানান, ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে দোষীকে আটকের নির্দেশ দেওয়া হয়েছে।