জাতীয় নিরাপদ সড়ক দিবসে কাঁচপুর হাইওয়ে পুলিশের আলোচনা সভা-র্যালি
ডেস্ক নিউজ, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিওন অঞ্চলের আওতাধীন কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ও হাইওয়ে শিমরাইল ক্যাম্প পুলিশের উদ্যোগে পৃথকভাবে আলোচনা সভা, র্যালি ও গাড়ি চালকদের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরন করা হয়েছে।
শুক্রবার (২২ অক্টোবর) সকালে কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ করিম খানের সভাপতিত্বে থানা কম্পাউন্ডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন ওসি মোঃ সাজ্জাদ করিম খান, টিআই ওমর ফারুক, বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতি শিমরাইল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাওলাদার, পরিবহননেতা সাত্তার মিয়া, সাংবাদিক শাহজাহান জনি ও এমএ শাহিন প্রমূখ।
আলোচনা সভা শেষে ঢাকা– চট্রগ্রাম মহাসড়কে ব্যানার খচিত একটি র্যালি বের করা হয়। র্যালী শেষে গাড়ি চালকদের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরন করা হয়। একই দিন সকালে হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের টিআই (প্রশাসন) মোঃ মশিউর আলমের নেতৃত্বে শিমরাইল পুলিশ বক্সে এক আলোচনা সভা শেষে মহাসড়কে গাড়ি চালকদের মাঝে সতর্কীকরণ লিফলেট বিতরন করা হয়।