সোনারগাঁয়ে শেখ রাসেল দিবস উপলক্ষ্যে রিকের দোয়া মাহফিল
সোনারগাঁ প্রতিনিধি, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্ম দিবস উপলক্ষ্যে ১৮ অক্টোবর সোমবার বিকালে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) সোনারগাঁ শাখার উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার সাকিবা সুলতানা। সিনিয়র শাখা ব্যাবস্থাপক মোঃ মুরাদুল হাসানের সভাপতিত্বে বিষয়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ খালেদুল ইসলাম জিএম অডিট বিভাগ, মোঃ শাহিনুজ্জামান সিনয়র অফিসার অডিট বিভাগ, মোঃ শফিউল আলম অফিসার অডিট বিভাগ। বক্তারা শেখ রাসেলের জীবনী নিয়ে স্মৃতিচারণ করেন। দিবসের প্রথম পর্বে (রিক) এর উদ্যোগে দরিদ্র অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। দ্বিতীয় পর্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন সমাজ সেবক সামসুল হক, বিশিষ্ট ব্যবসায়ী আলী আজগর, মোঃ আমির হোসেন, রফিকুল ইসলাম, মাসুদ রানা, রিকের শাখা হিসাব রক্ষণ অফিসার বাপ্পী চক্রবত্তী প্রমুখ।