ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় একটি যাত্রীবাহি ধাক্কায় সোবহার মিয়া নামের এক বৃদ্ধা নিহত হয়েছে।
নিহত সোবহান উপজেলাার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, নিহতের নাম ছোবহান মিয়া (৮০। সে সোনারগাঁ উপজেলার পিরোজপুর গ্রামের বাসিন্দা। এই ঘটনায় ওই বাসের চালক জহিরুল ইসলামকে (৩০) আটক করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। সে নোয়াখালী জেলার সেনবাগ থানার ইয়ারপুর গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে। ঘটনাস্থল থেকে ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে মোগড়াপাড়া কাঁচাবাজারের বিপরীত পাশে বিএম ক্লাসিক ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো – জ : ১৪-২৮০৪) বেপরোয়া গতিতে এসে বৃদ্ধকে ধাক্কা দেয়। ওই বৃদ্ধ মাথা ও বা পায়ে গুরুতর আঘাত পায় । ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে নিহতের স্বজনরা তার লাশ শনাক্ত করেন।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) সাজ্জাদ করিম বলেন, এই ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মামলা করেছেন । ওই মামলায় আটক বাসচালক জহিরুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়েছে ।