৬ লাখে বিক্রি হবে না.গঞ্জ জেলা পরিষদের ৪ ভবন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম : লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা পরিষদের মালিকানাধীন ৪টি ভবন পরিত্যক্ত ঘোষাণা করা হয়েছে। একই সাথে ভবন গুলোকে ৬ লাখ ২ হাজার ৪‘শ টাকা মূল্য ধরে নিলামে বিক্রয়ের অনুমতি দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার বিভাগ থেকে সোমবার (১১ অক্টোবর) ভবন গুলোকে ব্যবহার অনুপযোগী ঘোষণা করে নিলামের অনুমতি দেওয়া হয়।
ভবন গুলো হলো নারায়ণগঞ্জ জেলা পরিষদের খানপুর ‘ম’ খন্ড মৌজার ডনচেম্বারের স্টাফ কোয়াটেরর ৩টি ও সোনারগাঁও ডাকবাংলো ভবন।
উপ-সচিব মোহাম্মদ তানভীর আজম ছিদ্দিকীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নারায়ণগঞ্জ জেলা পরিষদের মালিকানাধীন ভবন সমূহ ঝূঁকিপূর্ণ ও ব্যবহার অনুপযোগী হওয়ায় জেলা কনডেমনেশন কমিটি গত ৩২ আগস্ট সভার সুপারিশের প্রেক্ষিতে পিপিআর-২০০৮ বিধি-বিধান অনুসরণপূর্বক সর্বোচ্চ দর নিশ্চিত করার শর্তে স্থাপনাসমূহ পরিত্যক্ত ঘোষণা ও নিলাম বিক্রয়ের প্রশাসনিক অনুমোদন করা হলো।’