সোনারগাঁয়ে সাদিপুরে জামান মোল্লার নির্বাচনী গনসংযোগ
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

আসন্ন ইউপি নির্বাচনকে ঘিড়ে সাদিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী জামান মোল্লা ব্যাপক গনসংযোগ করেছেন।
ইতিমধ্যেই তিনি বিভিন্ন মিটিং সভা ও উঠান বৈঠক করেছেন। এছাড়াও তিনি করোনাকালীন সময়ে সচেতনতামুলক বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে মাস্ক ও হ্যান্ড স্যনিটাইজার বিতরন করে এলাকায় তরুণ সমাজ সেবক হিসেবে ব্যাপক পরিচিতি পায়।
জামান মোল্লা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশনেন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আজীবন কাজ করে যাব। এলাকার উন্নয়নে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস,মাদকসহ সকল অপশক্তির বিরুদ্ধে কাজ করে একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলার চেষ্টা করব।
এলাকাবাসী জানান, তরুন ও অত্যন্ত বিনয়ী ৫নং ওয়ার্ডে জামান মোল্লার বিকল্প নেই। আমাদের সবার পরিচিত মুখ তরুন সমাজ সেবক। তিনি আমাদের সুখে-দুখে পাশে ছিলেন আমরা এই ওয়ার্ডবাসী নির্বাচনে সবাই মিলে-মিশে তাকে ভোট দিব জননেন্ত্রী শেখ হাসনিার যে ভিশন এবং মিশন রয়েছে তা পূরন করার লক্ষে কাজ করে যাব।
 
				



