সােনারগাঁয়ে নার্সিং ইনস্টিটিউট ও বাহাউল হক মাও শিশু হাসপাতালের ভবন উদ্বোধন
নিউজ ডেস্ক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার গোয়ালদী গ্রামে বৃহস্পতিবার বেইস সমন্বিত হাসপাতাল চত্বরে শরিফা হক বেইস নার্সিং ইনস্টিটিউটের ভিত্তি প্রস্তর স্থাপন ও বাহাউল হক মাও শিশু ইউনিটের নব নির্মিত তিনতলার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বেইস এর পরিচালনা পরিষদের সভাপতি বাহার মাহমুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক সাংসদ ও বাহাউল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু নুর মুহাম্মদ বাহাউল হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বেইস এর নির্বাহী পরিচালক মাহবুবুল ইসলাম।
অনুষ্ঠানে উদ্যোক্তারা জানান, শরীফা হক বেইস নার্সিং ইনস্টিটিউটের ও বাহাউল হক মা ও শিশু ইউনিটের মাধ্যমে ট্রেনিং দিয়ে দক্ষ নার্স তৈরি করা হবে এবং সোনারগাঁ ও আশপাশের হতদরিদ্র গর্ভবতী মা ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে।