নারায়ণগঞ্জের ১১ টি ইউনিয়ন পরিষদের ভােটগ্রহণ আগামী ১১ নভেম্বর
নিউজ ডেস্ক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
উৎসুক জনতার ভোটাধিকার প্রয়োগের নির্বাচন হলো ইউনিয়ন পরিষদ ( ইউপি ) নির্বাচন। সেই নির্বাচনের দ্বিতীয় ধাপে নারায়ণগঞ্জের ১১ টি ইউনিয়ন পরিষদ ( ইউপি ) নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ১১ নভেম্বর এ ভােটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের ( ইসি ) কমিশন সভা শেষে বুধবার ( ২৯ সেপ্টেম্বর ) ইসি সচিব হুমায়ুন কবীর খােন্দকার নির্বাচনের তফসিল ঘােষণা করেন।
এই সকল ইউনিয়ন পরিষদ গুলাে হলাে- নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর , কুতুবপুর , বন্দরের মুছাপুর , ধামগড় , মদনপুর , কলাগাছিয়া , রূপগঞ্জের মুড়াপাড়া , গােয়াকান্দাইল , ভুলতা , কায়েতপাড়া ও ভােলাব ।
ঘােষিত তফসিল অনুযায়ী , দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনােনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর । এ ছাড়া মনােনয়নপত্র বাছাই ২০ অক্টোবর , বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর , আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর , প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর , প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর ও ১১ নভেম্বর ভােটগ্রহণ অনুষ্ঠিত হবে । এর আগে সকালে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সভাপতিত্বে ইসির কমিশন সভা অনুষ্ঠিত হয় ।