ধর্ম
মহান নেতা বার বার যে কথাটি বলতেন! আমরা ১ বারও কি বলছি ?
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
ইবনে হাওশাব হতে বর্ণিত, তিনি বলেন, আমি উম্মে সালামাহ (রাযিয়াল্লাহু আনহা) কে বললাম, হে মু’মিন জননী! আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার নিকট অবস্থান করতেন, তখন কোন্ দু‘আ( কথাগুলি) তিনি অধিক মাত্রায় পাঠ করতেন?
এমন প্রশ্নের জবাবে তিনি বললেন, মানবতার মহান শিক্ষক ও মহান নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ এই দু‘আ পড়তেন (এই কথাগুলি বলতেন)-
يا مثبت القلوب ثبت قلبي على دينك
‘ইয়া মুক্বাল্লিবাল ক্বুলূবি সাব্বিত ক্বালবী আলা দীনিক।
অর্থাৎ, হে হৃদয়সমূহকে বিবর্তনকারী! আমার হৃদয়কে তোমার দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখ।