রূপগঞ্জ

রূপগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৩টি লাশ উদ্ধার, নিহতের সংখ্যা আরো বাড়বে

রূপগঞ্জ প্রতিনিধি, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের একটি সূত্র।

শুক্রবার দুপুর দেড়টার পরে ফায়ার সার্ভিসের ওই সূত্র জানায়, এখন পর্যন্ত ৩৩টি লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা কমপক্ষে ৫০ হতে পারে। ভবনের ৪তলায় অনেকগুলো লাশ পড়ে আছে।

গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ওই কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কিন্তু ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিটের চেষ্টায় ১৬ ঘণ্টা পরও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

শ্রমিক নিহত এবং আগুন নেভাতে দেরির ঘটনায় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার আনসার ক্যাম্পে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। তারা সংরক্ষণাগার থেকে তিনটি শটগান লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেছে আনসার কর্তৃপক্ষ।

Related Articles

Back to top button