এবার নতুন টিকা দেশে আসার পর নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে ৩৫ বছর বয়সীরাও দিতে পারবে এ টিকা। সােমবার (৫ জুলাই ) ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক গনমাধ্যমকে এ তথ্য জানান।
এর আগে করােনার ভাইরাস প্রতিরােধে প্রথম ধাপে টিকা শুধু ৪০ বছরে বেশি যাদের তারাই দিতে পারতাে।
ডা. শামসুল হক বলেন, অগ্রাধিকার তালিকায় প্রথমে ১৮ ক্যাটাগরির মানুষ ছিলেন। এরপর সেখানে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী, প্রবাসী শ্রমিক, মেডিক্যাল- নার্সিং শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে সিনােফার্মের দ্বিতীয় ধাপে।
এবারে এ তালিকায় কৃষক, শ্রমিক এবং শিক্ষার্থী-এ তিন ক্যাটাগরির জনগােষ্ঠীর মানুষকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার নির্দেশনা রয়েছে প্রধানমন্ত্রীর।
তাই তাদেরও এবার টিকাদান কর্মসূচির আওতায় নিয়ে আসা হচ্ছে। আর কৃষক, শ্রমিকদের তালিকার জন্য কৃষি মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হবে।
তারা যে তালিকা দেবেন, সে তালিকা অনুযায়ী টিকা দেওয়া হবে।