বৈদ্যেরবাজার ইউনিয়নে করোনায় কর্মহীন ৩৬শত পরিবারের পাশে দাড়িয়েছেন চেয়ারম্যান প্রার্থী আল-আমিন সরকার
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটক :
মহামারী করোনায় কর্মহীন মানুষ যখন অসহায় তখনই পাশে দাড়াচ্ছেন রাজনৈতিক, সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনসহ দেশের বিত্তবান মানব প্রেমিক অনেকেই।
তারই ধারাবাহিতায় বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ থেকে আসন্ন নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী আল-আমিন সরকার এর ব্যাক্তিগত উদ্যোগে করোনায় কর্মহীন হওয়া বৈদ্যেরবাজার ইউনিয়নের ৩৬শত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
সোমবার (১০মে) দুপুরে সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া মনারবাগ এলাকায় ১ম দফায় ১৫শত অসহায় পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রীর মধ্যে ছিল- চাউল, ডাল, তেল, সেমাই, চিনি, দুধ, লবন, আলু ও পেয়াজসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য ও ঈদ সামগ্রী আইটেম।
এসময় উপস্থিত ছিলেন বৈদ্যেরবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক হোসেন মেম্বার, ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ নবী, যুবলীগ নেতা মোঃ নজরুল, আওয়ামী লীগ নেতা মোঃ আমজাদ, ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আহসানুল্লাহ, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম সেরাজ ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা হাবুউল্লাহ ভূঁইয়া, মোহন ও রিয়াজ উদ্দিন বাদশা প্রমুখ।