সোনারগাঁবাসীকে ঈঁদের শুভেচ্ছা জানিয়েছেন ব্যারিস্টার রায়েন হামিদ কিরন
মোঃ রুহুল আমিন (ইউনিয়ন প্রতিনিধি) সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
সোনারগাঁ উপজেলার স্বর্বস্তরের জণগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনারগাঁয়ের কৃতি সন্তান ব্যারিস্টার রায়েন হামিদ (কিরন)।
রোববার (৯মে) সোনারগাঁ টাইমস এ প্রেরিত এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।
ব্যারিস্টার রায়েন হামিদ (কিরন) সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী পূর্ব পাড়া গ্রামের কৃতি সন্তান। তিনি মহামান্য সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী ড.কাজি আকতার হামিদ সাহেবের সুযোগ্য সন্তান ও বাংলাদেশের গর্ব প্রথম মহিলা ব্যারিস্টার রাবিয়া ভুইয়ার কনিষ্ঠ ভাতিজা। এছাড়াও তিনি বর্তমান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক মহোদয়ের সুযোগ্য ভাগিনা।
ঈদুল ফিতর উপলক্ষে সোনারগাঁ টাইমস এ পাঠানো শুভেচ্ছাবার্তায় ব্যারিস্টার রায়েন হামিদ (কিরন) বলেন, সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা। সবার জন্য দোয়া -যেন নিজ নিজ সাধ্যের ভিতর সামাজিক দূরত্ব বজায় রেখে খুব উৎসবমুখর ভাবে কাটে ঈঁদ আনন্দ।
তবে এবছর ঈদ মহামারি ও জীবনহানির মধ্যে ভিন্নভাবে এসেছে। তারপরেও করোনা চ্যালেঞ্জ মোকাবিলার মধ্যে দিয়েও সবাই বন্ধু-বান্ধব ও পরিবার-পরিজন নিয়ে খুব সুন্দরভাবে ঈদ উদযাপন করবেন বলে প্রত্যাশা করছি। ঈদ মোবারক!