জাতীয়

সোনারগাঁয়ে মামুনুল হকের বিরুদ্ধে কথিত ২য় স্ত্রীর মামলা

নিজস্ব প্রতিবেদক,সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

বিয়ের প্রলোভনে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে বিতর্কিত হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তার কথিত স্ত্রী ঝর্ণা।

শুক্রবার (৩০ এপ্রিল) সকাল ১০ টায় নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় বাদী হয়ে জান্নাত আরা ঝর্ণা এ মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রিসোর্টে অবরুদ্ধ হওয়ার পর থেকে মামুনুল হক তার পরিচিতদের বাসায় তাকে জোরপূর্বক আটকে রাখে। এ সময় তার পরিবারের সাথেও যোগাযোগ করতে দেয়নি। মামুমুল হক তার প্রথম স্বামী শহীদুলের সঙ্গে সংসার ভাংতে ভুমিকা পালন করেছেন।

বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত ওসি হাফিজুর রহমান বলেন, আজ সকালে ভুক্তভোগী নারী থানায় এসে মামলা দায়ের করেছেন। তাকে আদালতে ২২ ধারায় জবানবন্দির জন্য প্রেরণ করা হয়েছে।

এর আগে, ৩ এপ্রিল হেফাজত নেতা মামুনুল হক নারীসহ নারায়ণগঞ্জের রয়েল রিসোর্টে জনতার হাতে অবরুদ্ধ হন। সেসময় তিনি ঝর্ণাকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেন। তবে তিনি এই ব্যাপারে কোন প্রমান উপস্থাপন করতে পারেননি। ওই নারী মূলত মামুনুল হকের বন্ধু হাফেজ শহীদুলের স্ত্রী ছিলেন।

Related Articles

Back to top button