উপজেলা কর্মকর্তা

গভির রাতে সাহরি হাতে ভাসমান-ছিন্নমূল মানুষের পাশে ইউএনও আতিকুল ইসলাম

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ১২০ জন ভাসমান মানুষের মাঝে গভির রাতে ঘুরে ঘুরে সাহরি বিতরণ করেছে
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আতিকুল ইসলাম।

গত সোমবার (২৬শে এপ্রিল) রাতে এসব খাবার সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলার পৌর এলাকার পানাম, উদ্বোবগঞ্জ ও মোগরাপাড়া ইউনিয়ন চৌরাস্তার ওভার ব্রিজ এলাকায় সাহরি বিতরণ করা হয়।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ গোলাম মুস্তাফা মুন্নাসহ আরোও অনেকে উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বলেন, জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর সার্বিক নির্দেশনায় এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে, এসময় তিনি বলেন, যারা সমাজে অসহায় ছিন্নমূল তাদের জন্য আমাদের এই ছোট আয়োজন। তবে আমাদের কার্যক্রম পুরো রমজান মাসেই অব্যাহত থাকবে।

 

Related Articles

Back to top button