নারায়ণগঞ্জসারাদেশসিদ্ধিরগঞ্জসোনারগাঁ

নিখোঁজ ছাত্রদল নেতা অপ্রকৃতিস্থ অবস্থায় গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জের সাবেক ছাত্রদল নেতা টিটু হায়দারকে নিখোঁজের ৬ মাস পর গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। রোববার (২৪ জানুয়ারি) রাত ১০টায় টিটুকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে গ্রেফতার করা হয়।

টিটু নোয়াখালীর বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতা।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, নোয়াখালীর বেগমগঞ্জ থানায় যোগাযোগ করে জানা যায় টিটুর নামে একাধিক মামলা রয়েছে। গতকাল সে সিদ্ধিরগঞ্জের শিমরাইলে অপ্রকৃতিস্থ অবস্থায় ঘোরাঘুরি করছিল। স্থানীয় লোকজন খবর দিলে টিটুকে গ্রেফতার করে পুলিশ।

এদিকে টিটুর মা ফাতেমা বেগম জানান, টিটুর নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে। সে কোনো অপরাধে জড়িত না।

উল্লেখ্য, গত বছরের ২০ জুলাই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও দলের সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলেছিলেন, গত ৮ জুলাই টিটুকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যায়। আমি অবিলম্বে টিটুকে জনসম্মুখে হাজির করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জোর আহ্বান জানাচ্ছি।

Related Articles

Back to top button